ইউক্রেনের উপর রাশিয়ার চাপ অব্যাহত

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ নিজের ক্ষয়ক্ষতির দিকে না তাকিয়ে পূর্ব ইউক্রেনের শহর আভদিভকা দখল করতে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। গত বুধবার এই অভিযানের কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এবং সতত্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে ডনেস্কের আভদিভকাতে অভিযান চালিয়ে আসছে রাশিয়া। এই অঞ্চলটিকে ইউক্রেনীয় প্রতিরোধের প্রাচীর হিসেবে দেখা হয়।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন টিভিতে বলেন, রাশিয়া ৩০-৪০ জনের ছোট পদাতিক সেনা দল নিয়ে এগিয়ে আসে। রুশ বাহিনী এগিয়ে আসার চেষ্টা করলেই আমরা তাদেরকে পিছু হটিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, এই অভিযানে গত ছয় দিনে দুই হাজার ৫০০ রুশ সেনা নিহত ও আহত হয়েছে।

আভদিভকার সামরিক প্রশাসনের প্রধান ভিটালি বারবাশ বলেন, রাশিয়া উত্তর দিক থেকে চাপ প্রয়োগ করছে। কিন্তু ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা রেললাইন অতিক্রম করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published.