প্রশান্তি আন্তর্জাতিক ডেক্সা ॥ ইসরায়েল-হামাসের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াতে পারে। গত বুধবার হুঁশিয়ারি করে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা উপত্যকায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মস্কোয় ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, আমাদের কাজ হলো রক্তপাত ও সহিংসতা বন্ধ করা। অন্যথায় এই সংকট আরও গভীর ও ভয়াবহ হয়ে উঠবে এবং ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে।’ তিনি আরও বলেন, গাজার নিরপরাধ নারী, শিশু ও বৃদ্ধরা সংঘাতের জন্য শাস্তি পাচ্ছে। এটা ঠিক হচ্ছে না।
পুতিন বলেন, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে কাজ করবে মস্কো। তিনি বলেন, সমাধানে পৌঁছানোর এটিই একমাত্র উপায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার বলেন, ভবিষ্যতে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রকে পাশাপাশি অন্তর্ভুক্ত করতে হবে। বাইডেন বলেন, আমার ধারণা, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের পথে বাধা সৃষ্টি করার জন্য ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করেছিল ইরান সমর্থিত হামাস।
৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ২০ দিন। ইসরায়েল সরকার জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। ২২২ ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস।
অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬ হাজার ৫৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজারের বেশি। জাতিসংঘের হিসাবমতে, এখন পর্যন্ত গাজায় বাস্তচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।