প্রশান্তি ডেক্স ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হবে। নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। সেই নির্বাচন যদি কেউ ব্যাহত করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী মুখে বুড়ো আঙ্গুল দিয়ে বসে থাকবে না। জনগণ কিন্তু চোখে চশমা লাগিয়ে দেখবে না। বাংলাদেশে যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের জনগণ সঠিকভাবে জবাব দেবে।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশের সংসদ নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তাদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবো না।’
গত শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ওনারা ডাক দিয়েছেন ২৮ অক্টোবর নাকি কী তেলেসমাতি দেখাবেন। তাদের আন্দোলনের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা পাকিস্থান আর্মির তেলেসমাতি দেখেছি। আর কী দেখবো।’
তিনি জনগণকে বিএনপি-জামায়াতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।’ বিএনপির-জামায়াতের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করি। আপনারা ঘরে ঘরে যাবেন। নৌকার পক্ষে ভোট চাইবেন। শেখ হাসিনার পক্ষে ভোট চাইবেন। আমিও আপনাদের সঙ্গে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করবো। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করবো। কে নির্বাচনে এলো বা না এলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো, জনগণ যেন তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য ভোটকেন্দ্র্রে যায়। সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন।’
তিনি বলেন, ‘দেশে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে সেটার জবাব আমরা জনগণ দেবো।’ এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। পরে তিনি নিজের জন্য উপস্থিত জনগণসহ সবার কাছে ভোট চান।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা।