প্রশাসনের হস্তক্ষেপে কসবার কামালপুরের সেই ভরাট খালটি অবমুক্ত করার কাজ শুরু হল

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ অবশেষে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত ৩শ বছরের পুরাতন খালটির অবৈধভাবে দখলকৃত ভরাট অংশ খনন শুরু করলো স্থানীয় প্রশাসন। প্রায় ১০ বছর যাবত পেশী শক্তি ব্যবহার করে কুখ্যাত ডাকাত কালা জহিরের জ্ঞ্যাতি গোষ্ঠি খালে নির্মিত ব্রীজসহ ভরাট করে তাদের নিজেদের বাড়ির আয়ত্বে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় একটি জনপ্রিয় পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন খাল উদ্ধারের  উদ্যোগ গ্রহন করে। কিন্তু দুর্বৃত্তরা স্থানীয় তহশিলদারসহ প্রশাসনের বিরুদ্ধেও মামলা করেছিলো।
গতকাল (৮ জুন) সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার উপস্থিত থেকে খাল খনন শুরু করে। প্রায় ৫শ ফুট খাল ভরাট করে গ্রামে কৃত্তিম জলাবদ্ধতা সৃষ্টি করে ওই এলাকার মানুষের জনজীবন অতিষ্ট করে তুলেছিলো। গ্রামের বেশ কজন বৃদ্ধ জানান ডাকাত কালা জহির, আলাল গংদের ভয়ে কেউ খাল উদ্ধার করার সাহস পায়নি। এ সকল দুর্বৃত্তরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীকেও হুমকি দিয়েছিলো। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই খাল খনন কাজ শুরু হওয়ায় গ্রামের সাধারন মানুষ সবাই এখন খুশি।

Leave a Reply

Your email address will not be published.