সাড়ে তিন বছরেও চালু হয়নি কসবা সীমান্ত হাট

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বৈশ্বিক করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিলে ২০২০ সালের মার্চ মাসে কসবা সীমান্ত হাট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার পর সাড়ে তিন বছরের ও সীমান্ত হাটটি চালু করা হয়নি। ফলে হাটের দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে চরম দুর্ভোগ নেমে আসে।

এদিকে গত ৬ মাস আগে বাংলাদেশ-ভারত সরকারের অর্থায়নে নির্মিত সীমান্ত হাটে পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে দোকানের সেট বাউন্ডারি সহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে জুলাই মাসে সীমান্ত হাট চালু করার আশ্বাস দেওয়া হয়। সীমান্ত হাটে সংস্কার করা হলেও এখনো চালু করার কোন কার্যক্রম দেখা যায়নি।

অন্যদিকে একটি সূত্র জানাই, বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর কসবা সীমান্ত হাট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, বাংলাদেশ-ভারত সরকারের অর্থায়নে কমলা সাগর দিঘির উত্তর পারে নির্মিত হয় কসবা সীমান্ত হাট। এই হাটে এলাকার উৎপাদিত দ্রব্যাদি বিক্রিসহ দুই দেশের মানুষের মিলনমেলার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.