কসবায় মুশফিকুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

কসবা প্রতিনিধি॥ সাবেক বি এন পি নেতা মুফফিকুর রহিম যিনি কসবা আখাউড়ার এমপিও ছিলেন। তিনি যখন নির্বাচনী প্রচার চালিয়েছিলেন তখন জনগণকে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। তিনি ও ধুকাবাজিতে পার পেয়েছিলেন এবং মন্ত্রীও হননি এমনকি এলাকার উন্নয়নে তেমন কোন ভুমিকা রাখেননি। শুধু অনৈতিক এবং দলীয় কিছু লোকের ভাগ্যেন্নয়ন এমনকি মাদকের সা¤্রাজ্যে কসবা- আখাউড়াকে রূপদান করেছিলেন। তিনি সম্মানী মানুষ এবং আমাদের এলাকার অহংকার একজন সম্মানীত অবসরপ্রাপ্ত সচিব হিসেবে। কিন্তু তিনি রাজনীতিতে বিতর্কীত ও কলঙ্কিত। তারপরও শ্রদ্ধার সঙ্গে বিনয়ের বেশে বলতে চাই জনাব এডভোকেট আনিছুল হককে নিয়ে মিথ্যাচার করার দরকার নেই। তিনি কসবা ও আখাউড়া বাসির হৃদয়ে স্থান করে নিয়েছেন একজন অভিবাভক হিসেবে, একজন উন্নয়ন কান্ডারী হিসেবে, একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে, একজন আধুনিক ও উন্নয়মূখী জাতীর আস্তা ও ভরসার প্রতীক শেখ হাসিনার আস্থাভাজন বিশ্বস্ত হিসেবে।
উক্ত প্রতিবাদ মিছিলে জনাব মুশফিকুর রহমানকে বিনয়ের উত্তপ্ত ধ্বনীতে বলা হয় আপনি কসবা আখাউড়া বাসীর কাছে ক্ষমা চান এবং নিজের অপকর্মের কথা স্বীকার করুন। আগামী দিনে রাজনীতি করতে হলে ক্ষমা চাওয়ার বিকল্প নেই এমনকি নিজে এবং দলের কর্মকান্ড শুধরে নিয়ে এগিয়ে আসতে হবে। নতুব এই কসবা ও আখাউড়ায় আপনার স্থান হবে না। গুলশানে বসে জলসাঘরে ফুর্তী করে দিন কাটানো এবং খুরপরী বেষ্টিত নোংরা জীবন ছাড়তে হবে। তাহলে আম জনতা আপনাকে নেতা হিসেবে গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published.