আখের॥ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। রাস্তা অবরোধসহ ৯ ধরনের অপরাধ করলে সাত বছরের কারাদন্ডের বিধান রেখে এ খসড়া অনুমোদন দেন মন্ত্রিসভা। গত ৫জুন সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আগে এ আইনে সর্বোচ্চ ২ থেকে ৫ বছরের শাস্তি দেওয়া হতো। পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘এ আইনের ৪ ধারায় শাস্তির বিধানে পরিবর্তন আনা হয়েছে। এ আইনের আওতায় কেউ অপরাধ করলে এখন সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড হবে। অপরাধগুলোর মধ্যে রয়েছে- কেউ যদি ভয়ভীতি দেখায়, বল প্রয়োগ করে, রাস্তা অবরোধ করে, জোর করে মালামাল ও সুযোগ সুবিধা আদায় করে, আকাশ, নৌ ও বিমান যান চলাচলে বাধা দেয়, যানবাহনে গতি কমালে, গতি ঘুরিয়ে দিলে এ আইনের আওতায় সাজা দেওয়া হবে।’
এছাড়া বৈঠকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কর্তৃক প্রস্তাবিত ‘কনভেনশন অন দ্য ফিজিক্যাল প্রোটেকশন অব নিউক্লিয়ার ম্যাটেরিয়াল অ্যান্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিস’ এর খসড়া ও এর অনুসমর্থনের প্রস্তাব, বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সইয়ের জন্য ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গর্ভনমেন্ট অব দ্য রাশিয়ান ফেডারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন কো-অপারেশন কনসার্নিং রিটার্ন অব স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল ফ্রম রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট টু দি রাশিয়ারন ফেডারেশন’ এর খসড়ায় এবং ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়।