সামরিক প্রযুক্তি খাতে চীনের সঙ্গে সহযোগিতায় রাশিয়া প্রস্তুত : পুতিন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সামরিক প্রযুক্তিসহ সব খাতে চীনের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত রয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার  (৭ ডিসেম্বর) রাশিয়া কলিং নামের বিনিয়োগ বিষয়ক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের ক্ষেত্রে সব খাতে সহযোগিতায় আমরা প্রস্তুত। কোনও বিধিনিষেধ নেই। সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

পুতিন বলেছেন, সাধারণ ক্রেতা-বিক্রেতা সম্পর্কের বাইরে এগিয়ে যাচ্ছে রাশিয়া ও চীন। আমরা প্রযুক্তির কথা বিবেচনা করছি। রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা যখন ভবিষ্যৎ. ভবিষ্যতের বিশ্বব্যবস্থা, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাভাবি, তখন আমরা প্রচলিত ‘কেনা-বেচা’ সম্পর্কের বাইরে যেতে চাই। আমরা ভবিষ্যতের কথা ভাবছি, আমরা প্রযুক্তির কথা বিবেচনা করছি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন পুতিন। অক্টোবরে চীন সফরে শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে তিনি বলেছিলেন,  বিশ্বের বেশিরভাগ দেশের মতো রাশিয়া ও চীন সর্বজনীন স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতি এবং সমাজ কল্যাণের জন্য সমতা, দ্বিপক্ষীয় ফলপ্রসু সহযোগিতা চায়।

Leave a Reply

Your email address will not be published.