কসবায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ রাশেদুল কাওছার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন: কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার, অফিসার ইনচার্জ কসবা থানা মোঃ রাজু আহমেদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ্‌, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক নেপাল চন্দ্র সাহা ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা।

বক্তাগণ বলেন, একাত্তরের বুদ্ধিজীবীদের হত্যাকারী অপশক্তি এখনও রয়েছে, সাম্প্রদায়িকতা প্রশ্রয় দিচ্ছে স্বাধীনতা বিরোধী দলগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বক্তারা আহ্বান জানান।

এদিকে দিবসটি যথাযথভাবে পালনে সিডিসি স্কুল ও চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করে। সাংবাদিক মো. সোলেমান খানের সভাপতিত্বে সিডিসি স্কুল প্রাঙ্গনে বক্তব্য রাখেন, তাছলিমা আক্তার কাকলি, শিক্ষক জাকির হোসেন, নাসির উদ্দিন, আমিনুল ইসলাম দুলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.