ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (১৬ই ডিসেম্বর) কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে সূর্যদের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসে সূচনা, স্ব স্ব স্থাপনা সমূহে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট গার্লস কিন্ডারগাটেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশু- কিশোর সংগঠনের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ, শরীল চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, উপজেলা পরিষদ মিলায়তনে বীর মুক্তিযোদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্বর্ধনা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সমর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন: কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, অফিসার ইনচার্জ কসবা থানা মোঃ রাজু আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, খাড়েরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহিদুল্লাহ ,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া রঙ্গ,বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) শামসুল আলম, ও উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক কাজী মানিক সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা ছিলেন।