ভোটের দিন দেশি-বিদেশি পর্যবেক্ষক এর সংখ্যা কত

প্রশান্তি ডেক্স ॥ আগামী ৭ জানুয়ারি  নির্বাচন পর্যবেক্ষণের জন্য মোট ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন। এদিকে দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানায় ইসির জনসংযোগ বিভাগ।

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সেহেলি সাবরিন বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

দিল্লির সাংবাদিকদের ভিসা প্রদান বিষয়ে তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন সংস্থার সাংবাদিকরা বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। নির্বাচন কমিশন বিদেশি সাংবাদিকদের আবেদন নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে যাদের আবেদন গৃহীত হবে তাদের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে কিছু সংখ্যক সাংবাদিককে তাদের সংশ্লিষ্ট মিশনে ভিসার আবেদন পাঠাতে বাংলাদেশ নির্বাচন কমিশন ই-মেইলের মাধ্যমে অনুরোধ করেছে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি মিডিয়া সেল এ ব্যাপারে কাজ করছে।

প্রায় ২১ হাজার দেশীয় পর্যবেক্ষক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। গত বৃহস্পতিবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এই তথ্য জানান।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে। ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষণ করবে।

চিঠিতে পর্যবেক্ষকের তালিকা চূড়ান্ত করার বিষয়টি উল্লেখ করে সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।

ইসির নিবন্ধনে বর্তমানে ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.