আমার ও আপনাদের মধ্যে সম্পর্ক হলো ভালোবাসার – আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিকেলে গণ সমাবেশে কসবা উপজেলা আওয়ামীলীগ সভাপতি তৃতীয়বারের মতো সংসদ সদস্য প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক বলেন; আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করতে। আমি গত দশ বছর আপনাদের জন্য কাজ করেছি।

আপনাদের মনে রাখতে হবে কসবা হলো মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি। মহান মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করতে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। দুলাখ নারী পাক বাহিনীর কাছে সম্‌ভ্রম হারিয়েছে।

এই দেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। জাতীর পিতার ঋন আমরা পরিশোধ করতে পারিনি। ১৯৭৫ সালে একাত্তরের পরাজিত শক্তি ও সেনাবাহিনীর কতিপয় সদস্য তাঁকে হত্যা করে দেশটাকে আবারো পাকিস্থান বানাতে চেয়েছিলো।

বঙ্গবন্ধু কন্যা এই দেশটাকে আন্দোলন সংগ্রাম করে মুলধারায় ফিরিয়ে আনেন। অথচ জননেত্রী শেখ হাসিনাকে গ্র্যানেড হামলা করেছিলো। ২১ আগস্টের কথা আমরা কেউ ভুলিনি।

তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল । জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তা দেখে বিএনপি জামাতের গা জ্বলছে। তারা নির্বাচনে না এসে মানুষ হত্যা করছে।

সারা দেশ ও পৃথিবীর মানুষকে জানিয়ে দিন আপনারা আমাকে ভালোবাসেন। আমি আপনাদের ভালোবাসি। আমার ও আপনাদের মধ্যে সম্পর্ক হলো ভালোবাসার।

কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইকতিয়ার আলম রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ডা.সুলতান আহাম্মেদ ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা পৌর মেয়র এম. জি. হাক্কানী, সাবেক সাধারন সম্পাদক কাজী আজহারুল ইসলাম, কুটি ইউনিয়ন চেয়ারমযান সাইদুর রহমান স্বপন, জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published.