ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ১ কোটি টাকা চাদাঁ দিতে অস্বিকৃতি জানালে কসবা উপজেলার সৈয়দাবাদ মোড়ে শাহাজালাল ট্রেডার্স’র স্বত্তাধিকারী আবু ইউসুফ ভূইয়ার উপর হামলা চালায় তারই চাচাত ভাই মোঃ জাহাঙ্গীর ও রাজু ভূইয়া। এ বিষয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে ও সৈয়দাবাদ মোড়ের আইয়ুব মিয়া ও রাসেল ভূইয়া নামক দুই ব্যক্তি জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টায় শাহাজালাল ট্রেডার্স’র মালিক আবু ইউসুফ ভূইয়া তার গোডাউনে সিমেন্ট বিক্রয় করে ক্রেতাকে সরবরাহের সময় জাহাঙ্গীর ও রাজু তার উপর হামলা চালায়। জানাযায়,ব্যবসা মালিকানা নিয়ে চাচাত আবু ইউসুফ এর ভাইদের বিরোধ চলে আসছিলো। বিষয়টি গ্রামে একাধিকবার বৈঠক করে ইউসুফ ভ’ইয়াকে ১ কোটি ৭০ লাখ টাকা দিয়ে দায়মুক্ত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। সেই মোতাবেক ওই রায় বাস্তবায়ন স্বাপেক্ষে এ নিয়ে আদালতের মাধ্যমে এফিডেভিট করা হয়। যথারীতি টাকাও পরিশোধ করা হয়। এ বিষয়টি রাজু ভ’ইয়া ও জাহাঙ্গীর ভূইয়া দু’বছর আগে মেনে নিলেও এখন না মানার ঘোষনা দেয় এবং উল্টো ১ কোটি টাকা চাদাঁ দাবী করে। অন্যথায় তারা ব্যবসা করতে দেবে না হুমকি দিয়ে আসছে। এ ঘটনা নিয়ে শাহাজালাল ট্রেড্ার্স সেলস অফিস প্রায় ১ মাস যাবত বন্ধ রয়েছে । অন্যদিকে গোডাউনে প্রায় কোটি টাকার সিমেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রাজু ভ’ইয়া ও জাহাঙ্গীর ভ’ইয়ার বড় ভাই কামাল ভ’ইয়া জানান বিষয়টি দু’বছর আগে একাদিক ইউপি চেয়ারম্যান মিলে ঘটনাটি মিমাংসা করেছেন। আমরা মেনেও নিয়েছি। কিন্তু গত বৃহস্পতিবার সকালে যে ঘটনা ঘটিয়েছে তা দুঃখজনক। সত্য কথা বলায় আমার চাচাত ভাই ইউসুফ ভ’ইয়া আক্রমন চালায় এবং আমার উপর চরাও হয়ে ওঠে।
বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন বলেন- ব্যবসায়ী আবু ইউসুফ ভ’ইয়া নিরীহ মানুষ। তার চাচাত ভাই রাজু ভ’ইয়া ও জাহাঙ্গীর ভ’ইয়া কোনো আইন কানুন মনাতে রাজি না। একটি সুবিধাবাদী মহল তাদের মধ্যে কোন্দল লাগিয়ে রেখেছে।আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধানের।
অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সংগে যোগাযোগ করলে তিনি জানান ইউসুফ ভ’ইয়া আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।তিনি বলেন, কসবা সার্কেলের এ. এস. পি দেলোয়ার হোসেন চেষ্ট্রা করেছেন। বিষয়টি মিমাংসা করতে।
এ বিষয়ে এ.এস.পি দেলোয়ার হোসেন জানান, আমি মিমাংসা করতে চেয়েছিলাম। কিন্তু ইউসুফ আদালতে মামলা করেছে।
স্থানীয় লোকজনের ধারনা যে কোনো সময় সৈয়দাবাদ শাহাজালাল ট্রেডার্সের মালিকানা নিয়ে খুন-খারাপি হতে পারে।