ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আজ রবিবার (৭ জানুয়ারী) উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিবার্চনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীগন হচ্ছেন– বাংলাদেশ আওয়ামীলীগ আইনমন্ত্রী আনিসুল হক (নৌকা),ন্যাশনাল পিপল্স পাটি শাহীন খান ( আম) এবং বাংলাদেশ তরিকত ফেডারশন সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মাল)।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা র্নিবাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, নির্বাচনী এলাকায় পৌর সভা ২ টি, ইউনিয়ন ১৫ টি, ভোট কেন্দ্রের সংখা ১১৮টি, ভোট কক্ষের সংখা ৮৮০ টি, মোট ভোটর সংখা ৪লাখ ২ হাজার ৫৯০ জন। ্এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৮৪৭ জন, মহিলা ১ লাখ ৯৪ হাজার ৭৩৯ জন এবং তৃতীয় লিঙ্গ ৪ জন । তাছাড়া নির্বাচনী দ্বায়িত্বে রয়েছেন ; প্রিজাইডিং অফিসার ১১৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৮৮০ জন এবং পুলিং অফিসার ১৭৬০ জন।
এদিকে শান্তি শৃক্ষলার দ্বায়িত্বে রয়েছেন ম্যাজিট্র্যাট ৬ জনসহ প্রয়োজনীয় সংখক আইন শৃক্ষলা বাহিনীর সদস্যগন। অপর দিকে কসবা উপজেলার ১১টি ভোট কেন্দ্র ঝুকি পুর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।