ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কের একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে ভেসেলে নামের গ্রামটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গ্রামটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রুশ মন্ত্রণালয়। একই নামের একটি গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রিত বাখমুত শহর থেকে ২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। গ্রামটিতে প্রায় ১০০ মানুষের বসবাস। অঞ্চলটি সম্প্রতি লড়াই তীব্র হয়েছে।

রুশ মন্ত্রণালয় বলেছে, ওই এলাকায় সক্রিয় থাকা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক গ্রুপের উদ্যোগ গ্রামটি দখল করা হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রের অগ্রগতির এই খবর স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে ইউক্রেনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ককে নিজেদের ভূখন্ড বলে দাবি করেছে। যদিও পুরো অঞ্চলে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এটিকে তারা ‘ডোনেস্ক পিপলস রিপাবলিক’ বলে অভিহিত করে আসছে।

গত এক বছরে রাশিয়া ও ইউক্রেন কোনও রণক্ষেত্রে উল্লেখযোগ্য ভূখন্ড দখল বা পুনরুদ্ধার করতে পারেনি। যুদ্ধ মোটাদাগে অচলাবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.