ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ ॥ ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রেসক্লাবের ৪০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ- ভারত মৈত্রী উৎসব ও বছর ব্যাপী কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। কসবা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহারিয়ার মুক্তার। অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতের বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কেন্দ্রের সাধারণ সম্পাদক ড: রাধাকান্ত সরকার। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র এম জি হাকান্নী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও কুটি ইউপি চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান স্বপন ও ভারতের সাংবাদিক ও কন্ঠ শিল্পী ডক্টর শিবানী দাস। সন্ধ্যায় দুই দেশের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।