ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার কসবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ছাইদুর রহমান স্বপন বিভিন্ন ইউনিয়নের সাত জন চেয়ারম্যান কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেন।
প্রথমেই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আজাহারুল ইসলামের বাসভবনে গিয়ে দোয়া নিয়ে প্রচার প্রচারনা শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আজাহারুল ইসলাম, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইখতিয়ার আলম রনি, কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মানিক, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন, খাড়েরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবীর আহমেদ খান, বাদৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু জামাল খান ও মেহারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলম মিয়াসহ উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।