ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক পাচার কালে ১০৫ কেজি গাঁজা আটক করে কসবা থানা পুলিশ।
কসবা কাইয়েমপুর ইউনিয়নের কামালপুর সিঙ্গাপুর মার্কেটের পিছনে বাংলালিংক মোবাইল টাওয়ারে পরিত্যক্ত সেমি পাকা একচালা জেনারেটরের রুমের ভিতর থেকে ১০৫ কেজি গাঁজা আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৭ মার্চ) ভোরে কসবা উপজেলার কাইয়েমপুর ইউনিয়নের কামালপুর সিঙ্গাপুর মার্কেট পিছনে বাংলালিংক মোবাইল টাওয়ারের পরিত্যক্ত সেমি পাকা ঘর থেকে এই গাজা আটক করা হয়।
এ ব্যাপারে পলাতক দুইজনকে আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে। আসামিরা হলেন কসবা উপজেলা কানপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় গ্রামের শিরু মিয়ার ছেলে জসীম উদ্দীন ও কামালপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে ডাকাত সোহাগ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে আমরা মাদক আটক করতে সক্ষম হই। এই ঘটনায় পলাতক দুই জনকে আসামি করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।