শুধু ইসরায়েলি বোমায় নয়, অনাহারেও মারা যাচ্ছে গাজার শিশুরা: ফিলিস্তিন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ শুধু ইসরায়েলি বোমায় নয়, অনাহারেও মারা যাচ্ছে গাজার শিশুরা। ফিলিস্তিনে দুর্ভিক্ষের ঝুঁকি তুলে ধরে এমন সতর্ক বার্তা দিয়েছেন কর্মকর্তারা। গত পাঁচ মাস ধরে বোমাবর্ষণ, আক্রমণ ও অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজায় ক্ষুধার্তের সংখ্যা প্রকট আকার ধারণ করেছে। কারণ, ইসরায়েলি বাহিনী খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের এই দুর্ভোগের মধ্যে ফেলেছে।

খাদ্যাভাবের প্রভাব তুলে ধরে মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলের কামাল আদওয়ান ও শিফা হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু।

একজন সিনিয়র চিকিৎসক বার্তা সংস্থাটিকে জানান, রাফাহ’র এমিরাতি হাসপাতালে গত পাঁচ সপ্তাহে অপুষ্টিজনিত কারণে ১৬ শিশু মারা গেছে।

গাজায় আক্রমণ শুরু করার পর খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য সরবরাহের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। শুধু দক্ষিণে দুটি ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে তারা।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ত্রাণবাহী ট্রাকগুলো ফিরিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছ থেকে ত্রাণও ছিনিয়ে নিচ্ছে তারা।

Leave a Reply

Your email address will not be published.