প্রশান্তি ডেক্স ॥ বহুল আলোচিত সড়ক পরিবহন আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত সংশোধনীতে আইনের দশটি ধারায় দন্ড কমানো ও দুইটি অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করার কথা বলা হয়েছে।
গত বুধবার (১৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে ব্যাপক ছাত্রবিক্ষোভের পর সরকার আইনটি করেছিল। এ আইনটি করার পর চালক ও পরিবহন মালিক-শ্রমিকরা এটি সংশোধন করার জন্য দাবি জানিয়ে আসছিল।
আইনের বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে সচিব বলেন, আইনের ৬৯ ধারায় ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ভুল তথ্য দিলে আগে ২ বছর কারাদন্ড আর ৫ লাখ জরিমানা ছিল, এখন ২ বছর কারাদন্ড ও ৩ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।
আইনের ১২ ধারায় লাইসেন্স বাতিল হওয়ার পরও গাড়ি চালালে ৩ মাস কারাদন্ড ২৫ হাজার টাকা জরিমানা ছিল আগে। এখন ৩ মাস কারাদন্ড ১৫ হাজার টাকা জরিমানা করার কথা বলা হয়েছে।
লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ড্রাইভার এবং সুপারভাইজারের জন্য এক মাস কারাদন্ড আর ৫ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে।
বিদ্যমান আইনে ৮৪, ৯৮, ১০৫ ধারা জামিনঅযোগ্য ছিল। এখন ১০৫ নম্বর ধারা ছাড়া সব ধারাকে জামিনযোগ্য করা হয়েছে। মোটরযানের কারিগরি নির্দেশ ভঙ্গ করলে আগে অজামিনযোগ্য ছিল এখন জামিনযোগ্য করা হয়েছে।