৪৪৮ হজ যাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

প্রশান্তি ডেক্স ॥ আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের অধীনে ৪৪৮ জন হজযাত্রী নিবন্ধিত রয়েছেন। কিন্তু নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত কারও ভিসা না করায় এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম মিয়ার দেশত্যাগ স্থগিত ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর লিখিত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের হজ মৌসুমে আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের (হ.লা. ০৬৭২) অধীন ৪৪৮ জন হজযাত্রী নিবন্ধিত রয়েছেন। এই এজেন্সিতে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে এখনও কারও ভিসা করা হয়নি। এদিকে এজেন্সির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মন্ত্রণালয় যোগাযোগ করেও তাকে পাচ্ছে না। এতে হজযাত্রীদের প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি বছর তাদের হজে যাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মিয়া যাতে দেশ ত্যাগ করতে না পারে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম মিয়া বলেন, ‘আমি এবার হজে কোনও লোক পাঠাইনি। আকবর হজ গ্রুপের লুতফর রহমান ফারুক তার লাইসেন্সে কোনও একটা সমস্যা হওয়ায় আমার লাইসেন্স ব্যবহার করে এই ৪৪৮ জন হজযাত্রী পাঠাচ্ছে। এসব যাত্রী তার। আমার কাছে কেউ কোনও টাকাপয়সাও দেয়নি। আমি তাকে বলেছিলাম যাতে আমার কোনও ঝামেলা না হয়। তিনি বলেছেন, কোনও সমস্যা হবে না। কিন্তু এখন আমার নামে আইনি ব্যবস্থার কথা বলা হচ্ছে। যেহেতু লাইসেন্স আমার, তাই আমার নামে এটা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি লুতফরকে এই সমস্যার কথা জানালে তিনি আমাকে বলেন যে আজকের মধ্যে ২০ থেকে ৩০ জনের ভিসা হয়ে যাবে। আর আগামীকাল (শুক্রবার) বা পরশুর (শনিবার) মধ্যে সবার ভিসা হয়ে যাবে।’ আইনি ব্যবস্থার বিষয়ে আব্দুস সালাম বলেন, ‘আমি জানলাম যে আমার নামে আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। আমাকে ধর্ম মন্ত্রণালয় থেকে ফোন দেওয়া হয়েছিল, আমি ফোন ধরতে পারিনি। পরে কল করেছিলাম কিন্তু যোগাযোগ করতে পারিনি। পরবর্তী সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করবো।

Leave a Reply

Your email address will not be published.