রাশিয়া পশ্চিমের সঙ্গে সম্পর্ক কমাতে চায়

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পশ্চিমের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সম্ভাব্য অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া। গত বৃহস্পতিবার (২৭ জুন) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, অবশ্য এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের গভীরভাবে জড়িত থাকার কারণে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রেমলিন। দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন,যেসব রাষ্ট্র অ-বন্ধুত্বসুলভ বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়, তাদের জন্য কূটনৈতিক সম্পর্কেও স্তর কমানোর বিষয়টি একটি আদর্শ অনুশীলন।

ইউক্রেনের সঙ্গে সংঘাতে পশ্চিমাদের ক্রমবর্ধমান সম্পৃক্ততা ও বৈরী হস্তক্ষেপের প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন বিকল্প বিবেচনা করতে পারে না রাশিয়ান ফেডারেশন।

পেসকভ বলেছেন, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পশ্চিমাদের প্রতি প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন উপায় বিবেচনা করছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published.