ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (২ জুলাই) সকালে কসবা তারাপুর- কমলাসাগর সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক সভা কসবা সীমান্ত হাটে অনুষ্টিত হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ব্রাক্ষণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট জেসমিন সুলতানা এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুব্রত মজুমদার। জানাযায়, করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ১০ মার্চ থেকে হাটের কার্য্যক্রম বন্ধ হয়ে যাওয়া কসবা সীমান্ত হাট অবশেষে চালু করার শেষ মূর্হুতের প্রস্তুতি চলছে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহনের পর জুলাই মাসের শেষ দিকে হাটটি চালু হওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হবে বলে দু’দেশের নেতৃবৃন্দ জানিয়েছেন। এ সময় বাংলাদেশের পক্ষে উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মোক্তার ,কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, সহকারী কমিশনার (ভ’মি) মোঃ গোলাম সরওয়ার ও অফিসার ইনর্চার কসবা থানা মোঃ রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন।