ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাাড়য়া) প্রতিনিধি॥ কসবা উপজেলা গত (২০ আগস্ট) মঙ্গলবার সারা রাত্রি অতিবৃষ্টিতে নির্মলাচল প্লাবিত ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম জানান, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সালদানদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে এলাকায় প্লাবিত হয়ে পড়েছে। ফলে প্রায় ৪০০ হেক্টর আমন ধানের জমিসহ রবি শস্যের ক্ষতি হয়েছে। তাছাড়া অন্যান্য ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তিনি জানান, ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।