প্রাশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রুশ ভূখন্ডে আক্রমণে সমর্থনকারী ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা স্পষ্টভাবে মস্কোর জানান দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ সের্গেই করাগানোভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পশ্চিমের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পারমাণবিক নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
করাগানোভ রাশিয়ার জনপ্রিয় দৈনিক কমেরসান্ত-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মস্কো ন্যাটোভুক্ত কোনও দেশে সীমিত পারমাণবিক হামলা চালাতে পারে, যা পূর্ণ মাত্রার পারমাণবিক যুদ্ধে রূপ নেবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মিথ্যা বলছে যে তারা তাদের মিত্রদের পারমাণবিক সুরক্ষা দিতে পারে।
করাগানোভের মতে, বর্তমান ও ভবিষ্যতের শত্রুরা নিশ্চিতভাবে বুঝতে পারে যে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে, এটিই রাশিয়ার পারমাণবিক নীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত।
সম্প্রতি ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করার পর এই মন্তব্য করলেন তিনি। এখনও মস্কোর বাহিনী ইউক্রেনীয়দের কাছ থেকে ভূখন্ড পুনরুদ্ধারের জন্য লড়াই করছে।
করাগানোভ আরও বলেন, বর্তমান নীতি রাশিয়ার শত্রুদের পর্যাপ্তভাবে প্রতিরোধ করতে পারছে না। এর ফলে তারা বিশ্বাস করে যে মস্কো কোনও পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, যা রাশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত রাশিয়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘাতে জড়াচ্ছে।
তিনি আরও সতর্ক করে বলেছেন, যদি রাশিয়া তার পারমাণবিক নীতি পরিবর্তন না করে, তবে দেশটি অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়বে, যা পতনের কারণ হতে পারে।
করাগানোভ অতীতে রাশিয়াকে শত্রুদের প্রতিহত করতে পূর্বসতর্কতামূলক পারমাণবিক হামলা চালানোর পরামর্শ দিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জড়ানোর পর থেকে প্রেসিডেন্ট পুতিন একাধিকবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক হুমকি দিয়েছেন। তবে তিনি একই সঙ্গে বলেছেন যে রাশিয়া পারমাণবিক অস্ত্র ছাড়াও এই যুদ্ধ জিততে সক্ষম।
কিছু বিশ্লেষক মনে করেন, করাগানোভের বক্তব্য ক্রেমলিনের পক্ষে কাজে লাগতে পারে। কারণ এতে পশ্চিমা দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পুতিনকে আরও সংযমী ও স্থিতিশীল নেতা হিসেবে উপস্থাপন করা সম্ভব।