ভজন শংকর আচার্য্য, কসবা ব্রাহ্মণবাড়িঃয়া প্রতিনিধি ॥ গত শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পূজো মন্ডপ আঙ্গিনায় মা দুর্গার মহানবমী উপলক্ষে হিন্দু যুবক সম্প্রদায়ের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ কসবা থানা মোঃ জহিরুল হক কবির, মন্দির পরিচালনা কমিটি, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক কুমার রায়, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক তপন ভৌমিক, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র রায় ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল রায়।
মেধাবী শিক্ষার্থী সুদীপ্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজনকারী অভিষেক সাহা, উৎপল সাহা ও জয়ন্ত সূত্রধর। অনুষ্ঠান শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন মেধাবী শিক্ষার্থী অভিজিৎ ঘোষ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগীত, নৃত্য, যেমন খুশি তেমন সাজো ও গীতার শ্লোক পরিবেশন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।