কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ কৃষকের মাঝে সবজি বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ তারেক মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া,  কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন ও সাংবাদিক খ ম হারুনুর রশিদ ঢালী । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা বেগম।

এ সময় উপকারভোগী কৃষক-কৃষাণী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.