মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে : পুতিন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্য এখন পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিকস শীর্ষ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কাজানে অনুষ্ঠিত সম্মেলনে ব্রিকস নেতাদের এক বৈঠকে পুতিন বলেন, এক বছর আগে গাজায় শুরু হওয়া সামরিক কার্যক্রম এখন লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলের অন্যান্য দেশগুলোও এর প্রভাব অনুভব করছে।

তিনি আরও বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের মাত্রা তীব্রভাবে বেড়েছে। এটি একটি চক্রাকারের মতো মনে হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ হবে না যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি ভূখন্ডে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার মূল শর্ত হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দুই-রাষ্ট্র সমাধান কার্যকর করা।

তিনি আরও বলেছেন, এটি হবে ফিলিস্তিনি জনগণের প্রতি ঐতিহাসিক অবিচার সংশোধনের একটি পদক্ষেপ। পুতিনের মতে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত সহিংসতার দুষ্টচক্র ভাঙ্গা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published.