প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর ঐতিহ্যবাহী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখায় লেখাপড়া করেন এমন শিক্ষার্থীর ভাই বা বোনকে বা জমজ ভাই-বোনকেও ভর্তি নেওয়া হচ্ছে না। এতে অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতির নিরসন চেয়ে শিক্ষা উপদেষ্টার কাছে স্মরকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সাবেক সদস্য ও অভিভাবক মো. শাহাদাৎ ঢালী।
জানতে চাইলে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মো. শাহাদাৎ ঢালী বলেন, একজন অভিভাবকের একটি সন্তান পড়ে আইডিয়ালে, আরেকটি সন্তান যদি অন্য বিদ্যালয়ে লেখাপড়া করে, তাহলে অভিভাবক কীভাবে দুই শিশু সন্তানের দেখাশোনা করবে? আনা নেওয়া করবে কীভাবে? এ বিষয়টি মাথায় রেখে সরকার সহোদর ও জমজ ভাইবোনদের শতভাগ ভর্তির নিয়ম করে দিয়েছে। কিন্তু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সরকারের ভর্তি নীতিমালার তোয়াক্কা করছে না। আমি একজন অভিভাবক হয়ে বাধ্য হয়েই শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিয়ে বিষয়টি অবহিত করেছি।
মো. শাহাদাৎ ঢালী স্মরকলিপিতে উল্লেখ করেন, আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখার অভিভাবক। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাইবোন ও জমজ ভাইবোনদের শতভাগ ভর্তির ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
শহরে প্রতিনিয়ত অসহনীয় যানজট, মানুষের ব্যস্ততম কর্মজীবন, অভিভাবকদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাতায়াত, অর্থনৈতিক ব্যয়, উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবের কারণে অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি মনোযোগ ধরে রাখতে পারছেন না। এমতাবস্থায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইবোন ও জমজ ভাইবোনদের অন্য স্কুলে লেখাপড়া চালিয়ে যাওয়া অভিভাবকদের জন্য পীড়াদায়ক ও কষ্টকর বিষয়। সার্বিক পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পরীক্ষায় আশানুরূপ ভালো ফলাফল করতে না পারার কারণে অভিভাবকরা হতাশাগ্রস্ত।
শিক্ষার্থীদের ভাইবোন ও জমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে শতভাগ ভর্তি নেওয়ার জন্য আপনার একান্ত আন্তরিক সহযোগিতা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এদিকে অনেক অভিভাবক অভিযোগ করেছেন, ভাই-বোন বা জমজ ভাইবোনদের ভর্তি না নিয়ে অন্যদের ভর্তি করাতে বেশি আগ্রহ প্রতিষ্ঠানের। ব্যক্তিগত স্বার্থের কারণে অন্য শিক্ষার্থীদের ভর্তিতে আগ্রহ দেখা যায়, অতিরিক্ত ভর্তি করানো হয়, কিন্তু ভাইবোন বা জমজ ভাই বোনদের ভর্তি নেওয়া হয় না।