ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৩ টায় কসবা উপজেলা প্রশাসন আয়োজিত কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় বায়েক ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৩ গোলে কায়েমপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে ১১ টি ফুটবল একাদশ অংশগ্রহণ করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ, কসবা সরকারী বালক উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুর রহমান, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রণব কুমার রায়, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কসবা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল খা। খেলায় রেফারি ছিলেন শাহপুর আফসর উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আশিকুর রহমান। দ্বারা বিবরণে পরিচালনায় ছিলেন মোঃ উজ্জল হোসেন জীবন ও মোঃ মাছুমুল হক মাখন।