আখাউড়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৯,৩৯৫পিস ইয়াবাসহ একজন আটক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের এই অভিযানে ৯,৩৯৫ পিস ইয়াবা ও একটি সিএনজি উদ্ধার করেছে।

আটককৃত চোরাকারবারীর নাম মোঃ তাজুল ইসলাম (৬০), তিনি আখাউড়া থানার শিবনগর গ্রামের বাসিন্দা। ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, “সীমান্তে মাদক চোরাচালান কঠোরভাবে দমন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের সহায়তা নিয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এবং কঠোর।” তিনি আরো বলেন, আটককৃত মাদক চোরাকারবারী তাজুল ইসলামকে আইনি প্রক্রিয়ার জন্য আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.