প্রশান্তি ডেক্স ॥ ২০১২ সালের পর আবারও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে তিনি ক্যান্টনমেন্টে যান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
দীর্ঘদিন পর সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনীতিতেও নানা আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া। হালকা বেগুনি রঙের শাড়ি পরা খালেদা জিয়া তার সঙ্গে নিজের প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমানসহ নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে পৌঁছান। এরপর হুইল চেয়ারে গিয়ে অতিথির আসন গ্রহণ করেন তিনি।
এসময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তবর্তী সরকারের তরুণ দায়িত্বশীলরা। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ অনেকে।
কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘ম্যাডাম আপনার শরীর কেমন?’ এসময় খালেদা জিয়া জানান, ‘না, বেশি ভালো না।’ মাহফুজ আলম তখন বলেন, ‘আপনাকে ভালো থাকতে হবে। সামনে আসলে একটা কনফিডেন্স বের হয়।’
এ বিষয়ে জানতে মাহফুজ আলম ও নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।