ভজন শংকর আচার্য্য, কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজেরা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, আড়াইবাড়ী ইসলামিয়া সাইদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক খ ম হারুনুর রশিদ ঢালী, উপজেলা জামেয়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পীরজাদা হযরত মাওলানা শিবলী নোমানী, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুর রহমান, কসবা পৌর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।