ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (৯ ডিসেম্বর) আনন্দঘন পরিবেশে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্ব্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা পুরস্কার বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়া মুক্তার এর সভাপতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির। দিবসগুলোর তাৎপর্য নিয়ে আলোচনা করেন কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, উপজেলা জামায়েতে ইসলামের আমির অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পীরজাদা হযরত মাওলানা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের স্বপন, কসবা থানা সেকেন্ড অফিসার মোহাম্মদ মজিবুর ও উপজেলা তথ্য কর্মকর্তা সুমা আক্তার। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।