কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১ জানুয়ারি) ভোরে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন, এস আই সোহেল ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা সৈয়দাবাদ সড়কে তালতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ১১ গাজা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীগন হচ্ছেন আল আমিন (২৭) ও মোঃ বাশার ( ৩২)। কসবা থানা অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।