কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন ও এ এস আই মাসুদ সরকার সঙ্গীয় ফোর্স সহ কসবা বিনাউটি ইউনিয়ন, অনন্তপুর গ্রাম থেকে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তাতার। গ্রেফতারকৃত আসামের নাম, মোঃ সুমন মিয়া। অপরদিকে বিকেল ৩ ঘটিকায় এস আই কামাল হোসেন ও এস আই মোঃ তানভীর ভূঁইয়া কসবাবপুর পৌরসভা সদর বিজনা ব্রিজের পূর্ব পাশ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে।
গত সোমবার রাত ১০ ঘটিকা এসআই আব্দুল কাদের ও এসআই ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা মধ্যপাড়ার ধৃত আসামী মোঃ শামীম ভূঁইয়ার বসত ঘর থেকে ৪ শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন হচ্ছেন, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার হাটিপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সিমা আক্তার (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং গ্রামের বাছির মিয়ার পুত্র আরিফুল ইসলাম( ২৩) । কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হযে়ছে।