কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা সীমান্তে তিন ভারতীয় নাগরিকে আটক করেছে বিজিবি। গত সোমবার ৬ জানুয়ারি রাতে কসবা উপজেলার সীমান্তবর্তী চন্ডীদ্বার ক্যাম্পের কুইয়া পানিয়া এলাকা থেকে ৬০ বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন, ভারতীয় নাগরিক ৩ জন বমিয়া বার্মা,তমে দেব বার্মা ও বিসল দেব বার্মা । মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা সোমবার রাতে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলো।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কথা স্বীকার করে। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় সোপর্দ করা হয়।