কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ গতকাল বুধবার (৮জানুয়ারী)বিকেলে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কুইয়াপানিয়া ফজলুল রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র ব্যব¯’াপনায় এলাকার শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সুলতানপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি,সহকারী পরিচালক মো: মতিউর রহমান ও চন্ডিদ্বার বিওপি ক্যাম্পের ক্যাম্প ইনর্চাজ নায়েব সুবেদার মো: মহিন উদ্দিন সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগন উপি¯’ত ছিলেন।
এর আগে সকালে উপজেলার গোসাই¯’ল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরো শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।