কসবায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  গত মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের  উদ্যোগে এলাকার ৩ ‘শ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ  করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন  ভূঁইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মান্দারপুর গ্রামের কৃতি সন্তান সুইজারল্যান্ড প্রবাসী সি আইপি লায়ন মোঃ রফিকুল ইসলাম জসিম। প্রধান বক্তা ছিলেন নেমতাবাদ গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ কামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশর কৃষি ব্যাংক মহাব্যবস্থাপক এ,আর, মামুন, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, কসবা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও উপজেলা যুবদল সদস্য সচিব  মোঃ জিয়াউল হুদা শিপন, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, কসবা মহিলার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোকারম হোসেন ভূঁইয়া, কসবা সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান, জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সৈয়দাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ শাহাদাৎ হোসেন, তরুণ মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মাহমুদ ও মনু ভূঁইয়াবাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজীব রানা। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধান অতিথির কর্তৃক ৫০ হাজার টাকা এবং প্রধান বক্তা কর্তৃক  ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুতে ২ ‘শ তম কাজের কেক কেটে উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.