মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ সিদ্দিক

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি পদত্যাগ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক বলেছেন, আমি আমার সব আর্থিক যোগাযোগ ও সম্পর্ক সম্পুর্ণরুপ প্রকাশ করেছি। তবে এটি স্পষ্ট যে, এই পরিস্থিতি সরকারের জন্য একটি বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়াছে।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশটির মন্ত্রীদের মানদণ্ড লরি ম্যাগনাস ভঙ্গের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পরামর্শে বলেছেন, বাংলাদেশ সংযোগের কারণে সৃষ্ট সম্মানহানির ঝুঁকি সম্পর্কে আরও সচেতন হতে পারতেন টিউলিপ।

এর আগে, সিদ্দিক নিজেই মন্ত্রিত্বের মানদণ্ড পরামর্শদাতার কাছে নিজের নাম পাঠান। অভিযোগ ওঠে, তার ফ্ল্যাট ও বাড়ি এমন ব্যক্তিদের কাছ থেকে পাওয়া যাদের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার ফুফু শেখ হাসিনার সম্পর্ক রয়েছে। শেখ হাসিনা গত বছর গণআন্দোলনের পর পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন। সিদ্দিকের লন্ডনের কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের ফ্ল্যাট এবং হ্যাম্পস্টেডের অন্য একটি বাড়ি ব্যবহারের বিষয়টি নিয়ে চাপের মধ্যে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.