কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা কুটি ইউনিয়ন বাজারের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী রাধানাথ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বর্গীয় সুধীর মোদকের কনিষ্ঠ পুত্র শ্রী মানিক মোদক গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে হার্টের সমস্যা নিয়ে ঢাকায় চিকিৎসারত অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুটি ইউনিয়নের গুণসাগর গ্রামে।
এদিকে মানিক মোদকের মৃত্যুতে কুটি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ পদ সাহা, সাধারণ সম্পাদক শ্রী টুটন কুমার সাহা, যুগ্ন সম্পাদক জীবন মোদক, সরকার ফার্মেসির স্বত্বাধিকারী শ্রী সঞ্জীবন সরকার, শ্রী তেজেন্দ্র লাল সরকার, কসবা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোলেমান খান, দৈনিক আমার সংবাদ ও সাপ্তাহিক প্রশান্তি পত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, কুটি কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার বাবু মানিক চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরোজ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।