কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : উপজেলার রানিয়ারা গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে দুর্বৃত্তরা টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়েছে। এ বিষয়ে কসবা থানায় গত শুত্রুবার রাতে (২৪ জানুয়ারি) মামলা হয়েছে।
থানায় দায়েরকৃত মামলা থেকে ও অভিযোগকারি রত্না বেগম জানান, সামাজিক বিরোধের জেরে তার স্বামী জাহাঙ্গীর চৌধুরীকে প্রানে হত্যা করার জন্য গত ১৭ জানুয়ারি রাত ৯টায় উপজেলার কুটি ইউনিয়নের তুলাতুলি বাজারে নিজস্ব ফার্মেসি দোকান বন্ধ করে নিজ গ্রাম রানিয়ারা আসার পথে হামলার শিকার হয়।
তিনি জানান, একই গ্রামের মিজানুর রহমান, নূরু ভ’ইয়া, নুর আলম, সারোয়ার খন্দকার, রনি ভ’ইয়াসহ আরো ৪/৫ জন অজ্ঞাত নামা ব্যক্তি তাকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে।
হামলাকারিরা জাহাঙ্গির চৌধুরীর সঙ্গে থাকা ১১হাজার ৫ শত টাকা, দামি মোবাইল ফোন, টর্চলাইট ছিনিয়ে নেয়। তার আর্তচিৎকারে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সুজনের কসবা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন টিটু জানান, একটি প্রভাব শালী মহল থানায় চাপ সৃষ্টি করে থানায় যেন মামলা না হয়। পরে তিনি নিজে এসে গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে রত্না বেগমকে নিয়ে থানায় মামলা দায়ের করেন।
কসবা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদির জানান, মামলা গ্রহন করে আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলার প্রধান আসামী মিজানুর রহমানকে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি ।