দেশবাসীকে এনসিপির ঈদের শুভেচ্ছা

প্রশান্তি ডেক্স ॥ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

গত সোমবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি নেতারা বলেন, ফ্যাসীবাদ উত্তর বাংলাদেশে এই প্রথম নাগরিকরা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। বিগত দিনে ঈদের মতো একটি সর্বজনীন উৎসববের আনন্দকেও ফ্যাসীবাদবিরোধী বিভিন্ন দল কেড়ে নিয়েছিল। পালিয়ে বেড়াতে হয়েছে অনেক নাগরিককে। জুলাই গণঅভ্যুত্থান ঈদকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। এই অবদান জুলাইসহ ফ্যাসীবাদবিরোধী আন্দোলনের সব শহীদদের। আজকের এই দিনে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতীয় নাগরিক পার্টি।

দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশের সব নাগরিককে ঈদের শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আমাদের মধ্যে যে সামাজিক সম্পর্ক ও সম্প্রীতি নষ্ট করেছে এবারের ঈদে তা পুনরুদ্ধার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.