টিআইএন॥ তিন বাহিনীর প্রধানদের বেতন সর্বোচ্চ ৮৬ হাজার টাকা নির্ধারণ করে ‘প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন-২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। গত সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও বলেন, ‘তিন বাহিনীর প্রধানদের চার বছরের জন্য নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।’ উল্লেখ্য, ২০১৬ সালের ১২ ডিসেম্বর এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিপরিষদ।