শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে পৌর সদরে কসবা প্রেসক্লাব ভবন ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি বলেন; সাংবাদিকগন হচ্ছেন সমাজের বিবেক। তাদের লেখনীতে নিপীড়িত নির্যাতিত মানুষ অধিকার প্রতিষ্ঠায় পথ খুঁজে পায়। কসবা প্রেসক্লাবের এই ভবনটি হবে এ অঞ্চলের মানুষকে আলোর পথে নিয়ে যাবে। সাধারন মানুষের পক্ষে তাদের কলমকে উজ্জিবীত রাখবে। এখানকার সাংবাদিকদের কাছে আমাদের এই প্রত্যাশা। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি সাংবাদিকদের সরকারের ইতোবাচক কাজগুলোও তুলে ধরার আহ্বান জানান। তিনি ১কোটি ২০ লাখ টাকা ব্যায়ে নির্মানাধীন কসবা প্রেসক্লাব ভবনে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন: জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) আবুল হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য মো.মোশারফ হোসেন ইকবাল ও আলহাজ্ব মো.আইয়ুব আলী ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা ও সম্মানীত সদস্যবৃন্দ, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন (২) সোনিয়া আক্তার সূচি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন, সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহ মোহাম্মদ মাহফুজ।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্সে জাহানারা হক পাবলিক লাইব্রেরী ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া সহ বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সুধীজনের উদ্দেশ্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন; লাইব্রেরী হচ্ছে জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু। তিনি যুব সমাজকে বেশী বেশী বই পড়ে জ্ঞানচর্চার আহ্বান জানান।