মায়ের স্মৃতিচারণে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি॥ মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
তিনি বলেন, ‘ঘাতকের দল যেভাবে আমার মায়ের উপর গুলি চালিয়েছে, সেটা কখনো ভাবতে পারিনি। আমার মনে হয়, ঘাতকের দল জানতো এদেশের স্বাধীনতার পেছনে আমার মায়ের অবদান।’ এ কথা বলেই প্রধানমন্ত্রীর চোখ ভিজে যায়। অশ্রুসিক্ত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘আমার কষ্ট আমার মা সারা জীবন কষ্ট করে গেলেন। আমার আব্বা মায়ের মতো একজন সাথী পেয়েছিলেন বলেই তিনি তার জীবনে সংগ্রাম করে সফলতা পেয়েছিলেন। আমি সবার কাছে দোয়া চাই।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত স্মরণসভায় মায়ের স্মৃতিচারণ করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখে পানি চলে আসে।

Leave a Reply

Your email address will not be published.