ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৪ ( কসবা- আখাউড়া) প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় উপজেলা আমীর অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী, পৌর জামায়াত সভাপতি হারুনুর রশিদ, উপজেলা জামায়াত যুগ্ম সম্পাদক এস এম আজাদ মানিক ও উপজেলা জামায়াত প্রচার সম্পাদক কবীর আহমদ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে মোঃ আতাউর রহমান সরকার বলেন, সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি স্থানীয়ভাবে গ্যাস সংযোগ বাস্তবায়ন, শিক্ষা, চিকিৎসার উন্নয়ন সহ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং তাকে দলের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।