ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘জয়’ দাবি করলেন খামেনি

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইসরায়েলের সঙ্গে সংঘাতে ‘জয়’ দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। খামেনি লিখেছেন, মিথ্যাবাদী জায়নবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুদিন পর খামেনি এই মন্তব্য করলেন। ইরানের সর্বোচ্চ নেতাকে এক সপ্তাহের বেশি সময় ধরে জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ তিনি ১৮ জুন অজ্ঞাত স্থান থেকে টেলিভিশনে একটি ভাষণ দিয়েছিলেন।

খামেনির এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার প্রভাব নিয়ে ‘গুরুত্বপূর্ণ আপডেট’ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, সংবাদ সম্মেলনটি হবে অখণ্ড প্রমাণে ভরপুর। হেগসেথের সঙ্গে পেন্টাগনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এর আগে, ন্যাটো সম্মেলনে দেওয়া বক্তব্যে হেগসেথ দাবি করেছিলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সূত্রের ওপর ভিত্তি করে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলা কেবল কয়েক মাসের জন্য ইরানের পারমাণবিক কার্যক্রম পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। মূল যন্ত্রাংশ ও প্রযুক্তি এখনও অক্ষত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.