কসবায় ৪৯কেজি গাজা ১৭০৫ইয়াবা ও ২,০৫,৫৪৪ টাকা উদ্ধার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে  অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই মোঃ ফারুক হোসেন, এস আই মোঃ নুরে আলম, এস আই মোহাম্মদ তানভীর ভূঁইয়া সঙ্গীয় পুলিশ ফোর্সসহ  কসবা উপজেলার, পৌরসভার,  বায়েক ইউনিয়ন, কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখলা ও কসবা পৌরসভা ৮ নং ওয়ার্ড সহ  পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৯ কেজি গাজা, ১৭০৫ ইয়াবা ট্যাবলেটও নগদ ২,০৫,৫৪৪ (দই লক্ষ পাঁচ হাজার চুয়াল্লিশ টাকা উদ্ধার করা হয়। আসামি মোঃ নোয়াদ মিয়া (২৬), পিতা মৃত আব্দুর রশিদ মিয়া,  কসবা পৌরসভা ৮ নং ওয়ার্ড। পলাতক আসামি মোঃ রুবেল মিয়া (২৮) পিতা আবুল হাসান গ্রাম চান্দখোলা পূর্ব পাড়া।

এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.