প্রশান্তি ডেক্স ॥ একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। ভর্তির আবেদনের শেষ দিন ১১ আগস্ট। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ভর্তি নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর শিডিউল প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড।
এতে জানানো হয়, আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ আগস্ট। শুধু পুননিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ১৩ আগস্ট থেকে ১৪ আগস্ট। শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন ১৫ আগস্ট। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়।
শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়নের সময় ফল প্রকাশের পর থেকে ২২ আগস্ট রাত ৮টা পর্যন্ত। আবেদন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে এবং তাকে আবার ফি-সহ আবেদন করতে হবে ২২ আগস্ট। দ্বিতীয় পর্যায়ের ভর্তির আবেদন গ্রহণ ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ ২৮ আগস্ট রাত ৮টা পর্যন্ত।
দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট। এ সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে এবং পুনরায় ফি-সহ ভর্তির আবেদন করতে হবে রাত ৮টার মধ্যে।
তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ৩ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ৩ সেপ্টেম্বর রাত ৮টায়। সবশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর। শিক্ষার্থী ভর্তি ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।